আসামে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৮:৫৪
শেয়ার :
আসামে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি

ভারতের আসাম রাজ্যে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় মুসলিমদের ঘরবাড়ি। শত শত নারী-পুরুষ ও শিশু এখন বাস্তুহীন হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, আসামে নির্বাচন সামনে রেখে অভিযান শুরু করেছে প্রাদেশিক সরকার। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অভিযানে অনেক মুসলমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে, তারা বাংলাদেশি। 

আসামে বর্তমানে ক্ষমতায় আছেছ নরেন্দ্র মোদির বিজেপি। সামনের বছর শুরুর দিকে সেখানে নির্বাচন হবে। রয়টার্স বলছে, নির্বাচন সামনে রেখেই রাজনৈতিক কৌশল হিসেবে এই অভিযান শুরু করেছে তারা। বাংলাভাষী মুসলিমদের তারা অবৈধ অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়ে অভিযান চালাচ্ছে। 

আরান আলি নামে এক স্থানীয় বলেন, ‘সরকার বারবার আমাদের হয়রানি করছে। আমাদের বিদেশি বলছে। অথচ আমার জন্মই আসামে। 

বাংলাদেশের সঙ্গে ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে আসামের। তাই সেখানকার বাঙালি সম্প্রদায়ের মধ্যে শঙ্কা রয়েছে যে তাদের রাজনৈতিক হয়রানির শিকার হতে হবে।  মোদির বিজেপি এবার সরকারি মুসলিমদের লক্ষ্যবস্তু করে অভিযান চালাচ্ছে। 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিম্ব শর্মা বলেছেন, বাংলাদেশ থেকে যাওয়া মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ভারত হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ‘আমরা সীমান্তে মুসলিম অনুপ্রবেশ বন্ধ করেছি। কিন্তু কয়েকটি জেলায় এখন হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে ‘

২০১১ এর আদমশুমারি অনুযায়ী আসামের ৩ কোটি ১০ লাখ জনসংখ্যার ৩০ শতাংশই মুসলিম।  ২০২১ সালে হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর ৫০ হাজার মুসলিমদে তাড়িয়ে দিয়েছে সরকার। যাদের বেশিরভাগই বাঙালি মুসলিম।