এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা

অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৭:১৫
শেয়ার :
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাসের ধাক্কা

রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস ধাক্কা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে যায়। পরে এটি একটি পিলারে ধাক্কা দেয়।  ধাক্কা দেওয়ার ফলে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তখন যাত্রীদের অনেককে দোতলা থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, ‘একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।’