কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:৫৫
শেয়ার :
কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের

থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে কয়েক ঘন্টা ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। দক্ষিণ-পূর্ব এশীয় দুই দেশের মধ্যে বিতর্কিত সীমান্ত অঞ্চলে মারাত্মক লড়াই বন্ধ করার চুক্তি সত্ত্বেও বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে দাবি করা হয়েছে।

থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, থাই সেনারা যথাযথভাবে এবং আত্মরক্ষার জন্য প্রতিশোধ নিয়েছে।

তিনি বলেন, ‘চুক্তি কার্যকর হওয়ার সময়, থাই পক্ষ আবিষ্কার করে যে কম্বোডিয়ান বাহিনী থাই ভূখণ্ডের বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র আক্রমণ চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন এবং পারস্পরিক আস্থা নষ্ট করার স্পষ্ট প্রচেষ্টা। থাইল্যান্ড আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করে যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য।’

মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর, কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়ই সম্মত হয়েছে যে তাদের ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) সীমান্তের বিতর্কিত অঞ্চলে লড়াই বন্ধ করার জন্য সোমবার মধ্যরাতে একটি নিঃশর্ত যুদ্ধবিরতি শুরু হবে। পাঁচ দিনের সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তবে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে, মঙ্গলবার সকালে উভয় দেশের সামরিক কমান্ডারদের মধ্যে নির্ধারিত আলোচনার আগে তিনি কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

ফুমথাম সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে কোনো উত্তেজনা নেই। এখন, পরিস্থিতি শান্ত আছে।’