শৈলকুপায় অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় সেনা অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম উপজেলার দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ।
জানা যায়, গতকাল সোমবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ বেঙ্গলের সিও এর নেতৃত্বে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ছাড়াও দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরীর নানা রকম উপকরণ জব্দ করা হয়। ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুলসহ তার বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। পরে রাতেই তাকে শৈলকূপা থানা পুলিশের কাছে হস্তাস্তর করা হয়।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেপ্তার করে। তিনি বর্তমান শৈলকুপা থানা পুলিশের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হবে।