মা হলেন ছোট পর্দার অভিনেত্রী অহনা

বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১১:২০
শেয়ার :
মা হলেন ছোট পর্দার অভিনেত্রী অহনা

ভারতীয় ছোট পর্দার অভিনেত্রী অহনা কন্যা সন্তানের মা হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ছয় টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সামাজিকমাধ্যমের সন্তানের হওয়ার খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী মেকাপ আর্টিস্ট দীপঙ্কর। 

প্রথমবার মা-বাবা হলেন অহনা-দীপঙ্কর জুটি। কন্যা সন্তান হওয়ায় উচ্ছ্বসিত অহনার স্বামী। নিজের আনন্দ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কতটা উত্তেজিত বলে বোঝাতে পারব না। মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ আছে। মেয়ের একটি সুন্দর নামও ঠিক করে ফেলেছি। এছাড়া তো সোনা মনা বলে ডাকবই।’ 

অভিনেত্রী অহনাকে দর্শকরা ‘মিশকা’ নামে চেনেন। ২০২৩ সালে মেকাপ আর্টিস্ট দীপঙ্করের গাঁটছড়া বাঁধেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। দীপঙ্করকে বিয়ের পর থেকেই অভিনেত্রীর মায়ের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। জানা গেছে, অহনার এমন খুশির মুহূর্তে পাশে ছিলেন না অভিনেত্রীর মা। 

এর আগে নিজের ফেসবুকে গর্ভাবস্থায় যোগাসনের একটি ভিডিও পোস্ট করেছিলেন। যা তুমুল বিতর্ক জন্ম দিয়েছিল। এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছিলেন, ‘আবার প্রমাণ পেলাম, মেয়েরা মেয়েদের ভালো সহ্য করতে পারে না। কেউ ভাবল না, আমি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা হাতে সব সামাল দিচ্ছি। দীপঙ্করও আছে।’