সাভার থেকে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
সাভার থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা খোকনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার গভীর রাতে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ।
ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
পুলিশের সূত্র থেকে জানা গেছে, পুলিশের বিশেষ শাখার হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি, বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্ৰেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২)। তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)।
পুলিশ জানায়, সোমবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে দেশে অস্থিতিশীলতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আজ মঙ্গলবার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান সাভার থানার ওসি।