‘গুজবে বিভ্রান্ত হবেন না’
হঠাৎ করেই আলোচনায় তাসকিন আহমেদ। তবে টাইগার পেসার মাঠের পারফরম্যান্স দিয়ে এবার খবরের শিরোনাম হননি। তার বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ করেছেন তারই বাল্যবন্ধু সিফাতুর রহমান সৌরভ। রবিবার গভীর রাতে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি। এতে বলা হয়, রবিবার রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে তাকে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে আহত করেন ও হুমকি দেন তাসকিন। এ সময় সঙ্গে ছিলেন আরেক বন্ধু ইশতিয়াক হৃদয়ও।
তাসকিনের পাশের বাসায় বসবাস করা সৌরভের খালা ঝুমা খান জানিয়েছেন, এ ঘটনার (মারধর) পর সৌরভ ও ইশতিয়াককে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঝুমা খানের ফোন থেকে তাসকিনের বাবা আব্দুর রশিদকে ফোন করা হলে তিনি বলেন, ‘থুতু মারলে তো আমাদের ওপরেই পড়বে। কী বলব রে মা, তোরা এগুলা বলিস না আর। এগুলা শুনলে লজ্জা লাগে। কোন সঙ্গে পড়ছিল আল্লাহ জানে।’ তবে বন্ধুকে মারধর ও হুমকি দেওয়ার বিষয়টি পুরোটাই মিথ্যা বলে জানিয়েছেন তাসকিন। উল্টো এ পেসারের অভিযোগ- মারধর করা হয়েছে তার এক বন্ধুকে।
পরে নিজের ফেসবুকে এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করে তাসকিন লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না।’ ফোনে ডেকে বন্ধুকে মারধর, হুমকি দেওয়া নিয়ে তিনি আরও যা বলেছেন নিচে তা তুলে ধরা হলোÑ
আপনার বন্ধুকে (সৌরভ) মারপিঠ করেছেন। বিষয়টি কতটুকু সত্য?
তাসকিন : আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
আপনার নামে থানায় জিডিও হয়েছে...
তাসকিন : ওরা (সিফাতুর রহমান সৌরভ, ইশতিয়াক হৃদয়) আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে। আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এ জন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।
ওদের সঙ্গে কি আপনার আর কোন যোগাযোগ হয়েছে?
তাসকিন : ওদের সবার সঙ্গে আমার ছোটবেলার সম্পর্ক। আমি সৌরভকে জিজ্ঞেস করেছিÑ তুই এটা কেন করলি? আমার নামে অভিযোগ কেন দিলি? আমি তো সেখানে ছিলামই না! সে বলেছে, সে নাকি এটা ইমোশনালি করে ফেলেছে। সৌরভ আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, অভিযোগও প্রত্যাহার করেছে।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
আপনার পিতা বলেছেন- ‘কি করবো রে মা, তোরা এগুলো বলিস না। এগুলো শুনলে লজ্জা লাগে। কোন সঙ্গে পড়েছিল আল্লাহ জানেন’। এমন একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কি বলবেন?
তাসকিন : ওর (সৌরভ) খালা আমার বাবাকে ফোন দিয়ে বিচার দিয়েছিল। কিছু কথা ওরা রেকর্ড করেছে। আমার বাবা আবার ওই ঘটনার কিছুই জানত না। উনি পরে শুনে কিছু কথা বলেছে। সাথে এটাও বলেছে- ‘ওরা ছোট বেলার বন্ধু, এক সাথে মিলে মিশে থাকবে।’ আসলে গত কয় মাস ধরে ওদের সাথে এখন মিশি না, তাই এখন ওর মাথা খারাপ হয়ে গেছে।
নিজের ফেসবুকে যা লিখেছেন তাসকিন
সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না, যা ঘটেছে সে জন্য- বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটি হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই- বিষয়টি অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি, সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।
আরও পড়ুন:
বিপাকে আলভেস