ভাত খাওয়া নিয়ে তর্ক, ভাইয়ের হাতে ভাই খুন
ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া সময় তর্কের একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে জামাল হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন ওই এলাকায় মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। আর অভিযুক্ত বড় ভাই উজ্জল হোসেন (৩২) ঘটনার পরপরই পালিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, ঘটনার সময় বড় ভাই উজ্জ্বল হোসেন ছুরি দিয়ে পেয়ারা কাটছিলেন। এ সময় ছোট ভাই জামাল ভাত খাচ্ছিলেন। তখন উজ্জ্বল ছোট ভাইকে বলেন, ‘তুই কাজ করিস না, শুধু বসে বসে খাস।’ এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই উজ্জ্বল ছোট ভাই জামালের বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বড় ভাই উজ্জ্বল পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার সঙ্গে সবসময় একটি ধারালো ছুরি থাকত। সেই ছুরি দিয়েই এই হত্যাকাণ্ড হয়েছে। তবে ঘটনার পরপরই উজ্জ্বল পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশি অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’