পেহেলগাম হামলায় জড়িত দুজনকে হত্যার দাবি ভারতের
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সঙ্গে জড়িত দুজনকে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ। তারা জানায়, আজ সোমবার শ্রীনগরে এক অভিযানে সশস্ত্র গোষ্ঠী তিনজন সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের দুজন পেহেলগাম হামলায় জড়িত ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে লস্কর-ই-তইয়্যেবার সুলেইমান শাহ ছিলেন। ২২ এপ্রিল পেহেলগাম হামলার মাস্টারমাইন্ড বিবেচনা করা হয় তাকে। ‘অপারেশন মহাদেব’ নামের এই অভিযান পরিচালনা করে পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও সেনাসদস্যরা। অভিযানে সুলেইমান ছাড়া আরও নিহত হয়েছে আবু হামজা এবং ইয়াসির নামের দুই সন্ত্রাসী। ইয়াসিরকেও পেহেলগাম হামলার অন্যতম হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নিরাপত্তা সূত্রের বরাতে এনডিটিভি জানায়, সুলেইমান শাহ পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতেন এবং ‘হাশিম মুসা’ নামেও পরিচিত ছিল। তার ব্যাপারে কোনো তথ্যের জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক টুইটে বলা হয়, ‘তীব্র বন্দুকযুদ্ধে তিনজন সন্ত্রাসীকে প্রতিহত করা হয়েছে। আমাদের অভিযান চলবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস