কানাডায় ওয়ারফেজ’র চার দশক উদযাপন

বিনোদন প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ১৭:২১
শেয়ার :
কানাডায় ওয়ারফেজ’র চার দশক উদযাপন

বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় দলগুলোর একটি ওয়ারফেজ। ১৯৮৪ সালের ৫ জুন সংগীত দলটির পথচলা শুরু। প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’। দীর্ঘ চার দশকের পথচলায় তারা উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মত জনপ্রিয় অনেক গান। প্রকাশ হয়েছে ৮টি অ্যালবাম।

সংগীতে চল্লিশ বছরের পথচলা ঘিরে দেশ-বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ওয়ারফেজ। তারই অংশ হিসেবে কানাডা সফর। এমএনসি এন্টারটেইনমেন্টের আয়োজনে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’ শিরোনামের কনসার্ট।

ফেইসবুক পোস্টে সফরের কথা জানিয়ে ওয়ারফেজ’র পক্ষ থেকে জাননো হয়েছে, ‘তৈরি হও, কানাডা! এই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমরা ওয়ারফেজ আসছি তোমাদের শহরে, আমাদের ৪০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে। এটি শুধু কনসার্ট নয়, চার দশকের রক ইতিহাসের উদযাপন। যেখানে ছিল ওয়ারফেজের এক অন্যরকম গল্প, সুর, আর সংগীত দিয়ে টিকে থাকার লড়াই।’

জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে কনসার্ট দিয়ে শুরু হবে ওয়ারফেজের এই সফর। এরপর তার গান পরিবেশন করবে ভ্যাঙ্কুভার, এডমন্টন, হ্যালিফ্যাক্স, সেন্ট জনস, রেজিনা, সাসকাচুয়ান, টরন্টো এবং অটোয়ায়-এ। সবশেষ অক্টোবর ৩ তারিখ উইনিপিগের কনসার্ট দিয়ে দলটির কানাডা সফর শেষ হবে।

বলা দরকার, ওয়ারফেজের এই ট্যুর শুরু হয়েছে গত বছর থেকে। গেল বছরের ৩০ অগাস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দুই মাস তারা ঘুরেছে যুক্তরাষ্ট্রে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়ারফেজ এক মাসের সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায়।