সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ দম্পতি

সাভার প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৬:৫৮
শেয়ার :
সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ দম্পতি

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এক দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার মধ্যরাতে আশুলিয়ার গোহাইলবাড়ি বটতলা এলাকায় নজরুল ইসলামের ভাড়াবাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দগ্ধ দম্পতি মিন্টু মিয়া ও লিপি আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের ঘরের মধ্যে মিন্টু মিয়া সিগারেট ধরাতে গেলে পুরো রুমে আগুন ধরে যায় বলে ধারণা করছে তারা। অগ্নিকাণ্ডে তারা দুইজনেই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘গতকাল রাতে দগ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ এবং ববিতার ৩৫ শতাংশ দগ্ধ হয়।’