চালককে মারধরের জেরে বাস বন্ধ, দুই জেলার যাত্রীদের ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ১৬:৪০
শেয়ার :
চালককে মারধরের জেরে বাস বন্ধ, দুই জেলার যাত্রীদের ভোগান্তি

চালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের যেমন সময় বেশি লাগছে, তেমনি গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। ফলে ওই রুটের যাত্রীদের ভোগান্তিতে চরমে।

শ্রমিকদের অভিযোগ, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের বাসচালক ও শ্রমিকদের সঙ্গে রাজশাহীর বাসচালকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করে রাজশাহীর বাসচালকরা। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে স্থানীয় চালকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহীর বাসমালিকরা জানান, রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ীর বালিয়াঘাট্টা পর্যন্ত বাস চালাচ্ছেন রাজশাহীর বাসচালকরা। তবে এই রুটে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছাড়ছে না।

এ ঘটনায় আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্ত বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃজেলা বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা করে রাজশাহীর দিকে রওনা হচ্ছেন। অনেক যাত্রী আবার ব্যাটারিচালিত অটোরিকশাযোগে শহর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর হাতনাবাদ পর্যন্ত গিয়ে সেখান থেকে রাজশাহী মালিকদের বাস ধরছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে, তেমনি গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। তবে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ আসা আব্দুল ওহাব জানান, গত তিনদিন ধরে বাস বন্ধ থাকায় সকালে বের হয়। রাজশাহীর বাসে করে হাতনাবাদ, তারপর অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘সমস্যা নিরসনে আমরা স্থানীয়ভাবে সভা করেছি। আজকে রাজশাহীর বাসমালিক সমিতির সঙ্গে বৈঠকের কথা ছিল। তবে অনিবার্য কারণে বৈঠকটি হয়নি।’

তবে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের অফিসে দুই জেলার শ্রমিক এবং মালিক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।