কলকাতার পর এবার ঢাকায় ‘পাগলু’

বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১৪:৫২
শেয়ার :
কলকাতার পর এবার ঢাকায় ‘পাগলু’

কলকাতার নায়ক দেব ও কোয়েল মল্লিক জুটি বেঁধে অভিনয় করেন ‘পাগলু’ সিনেমায়। রাজি কুমার বিশ্বাসের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১১ সালে। সেসময় এটি দারুণ ব্যবসা সফল হয়। সেই ‘পাগলু’ নামেই এবার ঢাকাতে নির্মিত হয়েছে নাটক। সেজান নূরের রচনায় এটি নির্মাণ করেছেন সালমান রহমান খান।

‘পাগলু’তে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির। এর মধ্যদিয়ে আবারও একসঙ্গে কাজ করলেন তারা। সম্প্রতি পূবাইলে নাটকের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। ‘পাগলু’ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আর মায়া চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির।

নাটকের গল্পটি এমন- পাগলুর বিয়ের উপযুক্ত বয়স হলেও পছন্দের মেয়ে না পাওয়ায় বিয়ে হচ্ছে না তার। বাবা মারা যাওয়ার আগে অনেক সম্পত্তি রেখে গেছেন। যা দিয়ে পাগলু গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ান শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করেন। চাকরি না করলেও গ্রামের মানুষের কাছে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিত।

এমন সময় পাশের গ্রামে নতুন শিক্ষিকা মায়া আসেন। তাকে দেখেই মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়া পাগলুকে সুযোগ দেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এরপর পাগলু গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং বহু তরুণকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। নিজেই একটি নৈশ স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে শিক্ষক হিসেবে যোগ দেন মায়া। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

নাটক প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’

মোশাররফ করিম ও সাফা কবির ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাসার, জাবেদ গাজীসহ অনেকে।