করাচিতে সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ৩
করাচির মাঙ্গোপীর এলাকায় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি আস্তানায় অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। আজ সোমবার ভোরে এই অভিযান পরিচালিত হয়।
সিটিডি কর্মকর্তারা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। এ সময় সন্দেহভাজনরা পুলিশের ওপর গুলি চালায়, ফলে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। এতে তিনজন জঙ্গি নিহত হয়।
সিটিডি’র ডিএসপি রাজা উমর খাত্তাব জানান, নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে—জাফরান ও কুদরাতুল্লাহ। তাদের মধ্যে জাফরানের মাথার দাম সরকারিভাবে ২ কোটি রুপি ধার্য ছিল। তৃতীয় সন্ত্রাসীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
খাত্তাব আরও জানান, নিহতদের একজন আত্মঘাতী হামলাকারী ছিল এবং ধারণা করা হচ্ছে, সে গত বছরের চীনা নাগরিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল।
অভিযানের সময় জঙ্গিদের আস্তানা থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক দ্রব্য, আত্মঘাতী ভেস্ট, গ্রেনেড ও সম্ভাব্য টার্গেটের তালিকা সম্বলিত একটি ডায়েরি। বোম্ব ডিসপোজাল ইউনিট অভিযান শেষে পুরো বাড়ি তল্লাশি সম্পন্ন করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সিটিডি বলছে, এখন তারা খুঁজে বের করার চেষ্টা করছে যে বাড়ির মালিক কে এবং কীভাবে সন্ত্রাসীরা এখানে আশ্রয় নিয়েছিল।