রাজশাহীর তারকামানের হোটেলে এনওসি ছাড়াই চলছে সিনেপ্লেক্স

রাজশাহী ব্যুরো
২৮ জুলাই ২০২৫, ১২:৫৫
শেয়ার :
রাজশাহীর তারকামানের হোটেলে এনওসি ছাড়াই চলছে সিনেপ্লেক্স

জেলা প্রশাসকের এনওসি ছাড়াই রাজশাহীতে বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শন করছে তারকমানের আবাসিক হোটেল গ্র্যান্ড রিভারভিউ। অথচ হোটেলটিতে অনুমোদিত সিনেপ্লেক্স নেই। দীর্ঘদিন ধরে তারা দেশী-বিদেশী চলচ্চিত্র অবাধে প্রদর্শন করে যাচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। 

রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকায় আরএমপি সদও দপ্তরের সামনেই অবস্থিত তারকামানের এই হোটেলটি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ থেকে মিশ্র ক্যাটাগরিতে (বাণিজ্যিক ও আবাসিক) এনওসি নিয়ে হোটেলের ভবন করা হয়।এই হোটেলেই এখন বাণিজ্যিক সিনেমার শো চলে। প্রতিদিন বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো চালানো হয়। 

হোটেলে সিনেপ্লেক্স করা হয়েছে। কিন্তু বাণিজ্যিক সিনেমার প্রদর্শনের জন্য তাদের কোনো অনুমতি নেই। অর্থাৎ এই সিনেমা হলটির নেই কোনো বৈধ প্রদর্শন লাইসেন্স বা জেলা প্রশাসনের অনুমোদন।

রাজশাহী জেলা প্রশাসনের তথ্যমতে, রাজশাহী জেলাতে একটি মাত্র সিনেমা হলের অনুমোদন আছে। সেটিও নগরীর বাইরে। এ ছাড়া আর কোনো সিনেমা হলের অনুমতি নেই। কিন্তু প্রশাসনের অনুমতি ছাড়াই গ্র্যান্ড রিভারভিউ কর্তৃপক্ষ সিনেপ্লেক্স তৈরি করে সিনেমা প্রদর্শন করে যাচ্ছে।

চলচ্চিত্র প্রদর্শনী নিয়ন্ত্রণ আইন ১৯৬৫ অনুযায়ী, লাইসেন্স ছাড়া কোনো প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন করা আইনত অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। কেবল সিনেমা হলের লাইসেন্স থাকলে হবে না সিনেমা প্রদর্শনের জন্য আলাদাভাবে জেলা প্রশাসকের অনুমতি লাগবে। এ আইনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে রিভারভিউ হোটেল কর্তৃপক্ষ কয়েক বছর ধরে অবৈধভাবে সিনেমা হল চালাচ্ছে।  

রাজশাহী গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এর তথ্যমতে, ২০২২ তারা ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে তাদের প্রদর্শনী শুরু করে। এরপর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অত্যাধুনিক প্রযুক্তির একটি সিনেপ্লেক্স উদ্বোধন করে। এক পর্দার প্রেক্ষাগৃহটি গ্র্যান্ড রিভারভিউ হোটেলের অংশ হিসেবে যাত্রা করে। প্রথম দিন সিনেপ্লেক্সে প্রদর্শিত হয় আমদানি করা ভারতীয় সিনেমা ‘ডানকি’। 

প্রতিদিন বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো চলে এখানে। তিন ক্যাটাগরির টিকিট কেটে সিনেমা দেখা যায়। টিকিটের দাম ইকোনোমি ৩৫০ টাকা, বিজনেস লেন ৪০০ টাকা ও ভিআইপি ৭০০ টাকা। এখন পর্যন্ত তারা প্রায় ৬টি সিনেমা বাণিজ্যিকভাবে প্রদর্শন করেছে। সর্বশেষ শুক্রবার থেকে বিদেশী সিনেমা ‘সুপারম্যান’ চালাচ্ছে।

রাজশাহী জেলা প্রশাসনের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. রকিবুল হাসান বলেন, গ্র্যান্ড রিভারভিউয়ের সিনেপ্লেক্স এখনো চলচ্চিত্র প্রদর্শনের জন্য প্রয়োজনীয় অনুমোদন পায়নি। অনুমতি ছাড়া সিনেমা প্রদর্শনী করা আইনগত ভাবে অপরাধ। তবে তারা অনুমতির জন্য আবেদন করেছিল। কিন্ত ফায়ার সার্ভিসের আপত্তির জন্য কারণে অনুমতি দেওয়া যায়নি। 

এ বিষয়ে গ্র্যান্ড রিভারভিউ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ইসফা খায়রুল হক শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আপনারা এটার পেছনে লাগলেন কেন? আমি তারকামানের হোটেল করেই বড় ভুল করেছি। সিনেপ্লেক্সের অনুমোদনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমি বিএনপি করি, এজন্য ক্লিয়ারেন্স পাইনি।’ 

তবে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, গ্র্যান্ড রিভারভিউয়ের সিনেপ্লেক্সে তৈরির ক্ষেত্রে এনওসি পাওয়ার শর্ত পূরণ করেনি। এরমধ্যে অন্যতম কারণ হলো- ইমার্জেন্সি এক্সিট সিস্টেম নেই। কোনো দুর্ঘটনা ঘটলে কেবল লিফট ছাড়া জরুরি বর্হিগমনের সুব্যবস্থা না থাকায় এনওসি দেওয়া যায়নি।