‘মানবিক বিরতি’র ঘোষণা দিয়েও ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ০৯:৪১
শেয়ার :
‘মানবিক বিরতি’র ঘোষণা দিয়েও ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এই ঘোষণার পরেও গাজাজুড়ে আগ্রাসন চালিয়েছে দখলদার বাহিনী। নতুন করে ইসরায়েলের সামরিক বাহিনী কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। 

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সময় রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মধ্য ও উত্তর গাজার আল-মাওয়াসি, দেইর এল-বালাহ এবং গাজা সিটিতে সামরিক তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখবে। তারা সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে খাদ্য ও চিকিৎসা কনভয়ের জন্য নির্ধারিত সাহায্য করিডোর খোলা রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।

কিন্তু ‘মানবিক বিরতির’ প্রথম দিনের কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি বিমান হামলা শুরু করে। দেইর এল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে এবং এটি এমন একটি এলাকা যাকে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল।

ওই এলাকার ফিলিস্তিনিরা জানিয়েছে, একটি বেকারি টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

এর আগে আন্তর্জাতিক চাপের কারণে গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দেয় ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় দুই শিশুসহ আরও ছয়জন ফিলিস্তিনি ক্ষুধাজনিত কারণে মারা গেছেন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা ১৩৩ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে পাঁচ মাস বয়সী জয়নব আবু হালিবও ছিল, যে নাসের হাসপাতালে অপুষ্টিতে মারা গিয়েছিল।