এবার ঘরে ঘরে ‘তাণ্ডব’

বিনোদন সময় প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
এবার ঘরে ঘরে ‘তাণ্ডব’

সিনেমা হলে ঝড় তোলা ‘তাণ্ডব’ এবার আসছে ঘরে ঘরে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমাটি। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতেও মুক্তি পাবে এটি। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।এ ছাড়া অতিথি চরিত্রে আছেন দুই জনপ্রিয় তারকা-আফরান নিশো ও সিয়াম আহমেদ।

সিনেমার তারকাবহুল উপস্থিতি, গল্প ও নির্মাণ সব মিলিয়ে ‘তাণ্ডব’ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, ‘দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হলের পর এই আগস্টে চরকিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।’ এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে শাকিব ও জয়াকে।

এ ছাড়া প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূর। বড় পর্দায় তার অভিষেক হিসেবে ‘তাণ্ডব’ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকছে। সিনেমাটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘সিনেমা হলে ভালো সাড়া পাওয়ার পর এবার চরকিতে আসছে ‘তাণ্ডব’, এটা আমার জন্য ভীষণ আনন্দের। যারা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাদের জন্য এবার সুযোগ থাকছে যে কোনো জায়গা থেকে দেখার।’