কঙ্গোর গির্জায় হামলা, নিহত ৩৮
কঙ্গোর একটি গির্জায় ইসলামিক স্টেট-সমর্থিত বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়. স্থানীয় অনেক গণমাধ্যমে ৪০ জন নিহতের সংবাদও প্রকাশিত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ-সমর্থিত একটি রেডিও স্টেশন জানিয়েছে, ৪৩ জন নিহত হয়েছেন।
আজ রবিবার দিবাগত রাতে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এর সদস্যরা এ হামলা চালায়। এডিএফ সংগঠনটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট সমর্থিত। রাত ১টার দিকে ইতুরি প্রদেশের কোমান্ডা শহরের গির্জা প্রাঙ্গণে এডিএফ সদস্যরা ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এ হামলা চালায়। এসময় বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও পুড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কোমান্ডা নগর প্রশাসনের কর্মকর্তা জিন কাটো বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গির্জায় হামলার সময় উপাসকরা রাতের প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত মানবাধিকার কর্মী ক্রিস্টোফ মুনিয়ান্দেরু রয়টার্সকে বলেছেন, রাতভর গুলির শব্দ শোনা গেলেও শহরের বাসিন্দারা শুরুতে ভেবেছিলেন কোথাও চুরির ঘটনা ঘটছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গির্জার মেঝেতে জ্বলন্ত কাঠামো এবং মরদেহ পড়ে রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস