নামাজে যাওয়ার পথে বাবাকে হত্যা!

উজিরপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ২০:৪৫
শেয়ার :
নামাজে যাওয়ার পথে বাবাকে হত্যা!

মাদকের টাকার জন্য ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বৃদ্ধ বাবা। আজ রবিবার বাগ্‌বিতণ্ডার জেরে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ছেলে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ছেলেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের। স্থানীয়রা জানায়, অভিযুক্ত শাহারিয়ার শিমুল (৩৫) মাদকাসক্ত। তার বাবা মো. শাহ আলম খান (৬৫) বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকার জন্য প্রতিনিয়ত বাবাকে চাপ দেন শিমুল। টাকা নিয়ে আজ সকালে বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপুর দেড়টার দিকে মসজিদে নামাজ পড়তে বের হলে পথে শাহ আলমের বুকে ছুরিকাঘাত করেন শিমুল। সেই ছুরিটি শরীরে আটকে ছিল। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে শিমুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিমুলকে স্থানীয়রা আটক করলে আমরা তাকে গ্রেপ্তার করি। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।’