মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র-কটূক্তি, যুবক গ্রেপ্তার
রংপুরের গঙ্গাচড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি এবং কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে রঞ্জন রায় (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর চারআনি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রঞ্জন ওই গ্রামের শ্রী সুজন চন্দ্রের ছেলে।
রঞ্জন রায়কে গ্রেপ্তারের পর আশপাশের এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে রঞ্জন রায়ের বাড়ি মনে করে তার চাচার বাড়িতে ভাঙচুর চালায়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ, সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর গতকাল শনিবার রাত থেকে গ্রামটিতে এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় লোকজন শূন্য হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন রায় প্রায় এক সপ্তাহ ধরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, আল কোরআন ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র এবং কটূক্তি করে একাধিকবার পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রঞ্জন রায়কে গ্রেপ্তার করে।
আজ রোববার সকালে সরজমিনে গ্রামটিতে গেলে দেখা যায়, গ্রামটিতে কোনো লোকজন নেই। বেশিরভাগ বাড়িতে ঘরের দরজায় তালা ঝুলছে।
ওই গ্রামের বাসিন্দা হিমাংশু চন্দ্র বলেন, ‘গতকাল সন্ধ্যায় পুলিশ রঞ্জন রায়কে গ্রেপ্তারের পর রাতে কিশোরগঞ্জের একদল লোক লাঠি সোটা নিয়ে তার ফাঁসি চাইতে থাকে। এসময় তারা স্লোগান দিতে থাকে। এসময় গ্রামের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে তারা রঞ্জন রায়ের বাড়ি মনে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার চাচার বাড়িতে ভাঙচুর চালান। পরে পুলিশ ও সেনাবাহিনী আসার কথা শুনে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।’
কথা হয় উত্তর শিংগের গাড়ি এলাকার বাসিন্দা আবু রায়হান, মুন্না ইসলামসহ কয়েকজনের সঙ্গে। তারা আমাদের সময়কে বলেন, ‘এই রঞ্জন রায় ছেলেটি এক সপ্তাহ ধরে ইসলাম ধর্ম ও আল কুরআন নিয়ে বিরূপ মন্তব্য এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি এবং তাকে নিয়ে কটূক্তি করে ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেছেন। মুসলিম রাষ্ট্রে তিনি কিভাবে এত সাহস পায়। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিয়েছি, এর মধ্যে যদি আমরা মুসলমানরা সঠিক বিচার না পাই, তাহলে কঠিন আন্দোলনের ডাক দিব।’
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। তবে আরও তদন্তের প্রয়োজন আছে। এই ঘটনায় রঞ্জন রায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। সঠিক তথ্য উদঘাটনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি।’