যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরি হামলা, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১৭:৪৭
শেয়ার :
যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টে ছুরি হামলা, আহত ১১

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালামার্ট সুপারশপে ছুরি হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয়নি। সন্দেহভাজন ৪২ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।  

ছুরিকাঘাতের ঘটনার সময় স্টোরের আশপাশে থাকা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি ফোল্ডিং-ধরনের ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি মিশিগানেরই বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শে বলেছেন, ‘১১ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’