ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা

বিনোদন প্রতিবেদক
২৭ জুলাই ২০২৫, ১৬:৩৫
শেয়ার :
ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা

স্বাধীনতার পর বাংলা সিনেমায় যে কয়েকজন আলো ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সোহেল রানা। অভিনয়ের বাইরে তার আরও একটি পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। গর্ব করার মতো সেই পরিচয় ও সার্টিফিকেট নিয়ে এখন অনুতপ্ত-বিরক্ত নায়ক। আজ রবিবার অভিনেতার একধিক ফেসবুক পোস্ট এমনটাই বলছে।

সোহেল রানা নিজের ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি “ওরা ১১ জন”, প্রযোজক মাসুদ পারভেজ। ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ডকে।’

আরেকটি পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই। ২৫ জনের বসার জায়গা হলে, ১০০ জন রোগী দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেন হিসেবে বা স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোনরকম দাম সম্মান কিছুই নেই। কেবিন ভাড়া যা ছিল, এক বছরে তা দ্বিগুণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ড কোন কাজে আসে, বুঝি না। কোনও অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস!’

তার এমন পোস্টে বোঝাই যাচ্ছে, চিকিৎসা নিতে গিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাননি তিনি। আর সেটি নিয়েই এই অভিনেতার ক্ষোভ ও অসহায়তা প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়।

বলা দরকার, শিক্ষা জীবনে একজন তুখোড় ছাত্রনেতা ছিলেন মাসুদ পারভেজ সোহেল রানা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। তার জন্ম ঢাকাতে হলেও পৈতৃক নিবাস বরিশাল জেলায়। আর শুরুতে প্রযোজক হিসেবে সিনেমা জগতে পা রাখেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’র প্রযোজক তিনি। কিন্তু পরবর্তীতে নায়ক খ্যাতির আড়ালে ঢাকা পড়ে যায় তার প্রযোজক পরিচয়টি।