পুলিশ ক্লিয়ারেন্সে ঘুষ দাবি, কনস্টেবল ক্লোজড
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে ঘুষ দাবির অভিযোগে মাদারীপুরের কালকিনি থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. সোহেল খানকে ক্লোজড করা হয়েছে। আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা।
তিনি জানান, বালিগ্রাম ইউনিয়নের এক বাসিন্দার কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগের পর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সোহেল খানকে মাদারীপুর পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ দেন। সেই হিসেবে সোহেল খানকে ক্লোজড করা হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনায় তিনি জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্নি গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হওয়ায় ঘটনাটিকে অধিক গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এ ছাড়া কালকিনি থানা পুলিশ কোথাও কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, শফিক মুন্সি (ছদ্মনাম) নামে এক ব্যক্তি তার পাসপোর্টে থানার ঠিকানা কালকিনি আর ভোটার আইডি কার্ডে থানা দেওয়া ডাসার। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন তিনি। কয়েক দফা পুলিশ সুপারের কার্যালয়ে ও ডাসার থানায় গিয়েও পাননি সেবা। পরে চলে আসেন কালকিনি থানায়। সেখানে যোগাযোগ করেন কালকিনি থানার কম্পিউটার অপারেটর মো. সোহেল খানের সঙ্গে। গ্যারান্টি দেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার। এ জন্য পুলিশের এই সদস্যকে দিতে হবে ২৫ হাজার টাকা। টাকা না দিলে কোন অবস্থাতেই মিলবে না এই সার্টিফিকেট। এমন কি অন্য কেউ শফিক মুন্সিকে সহযোগিতাও করবেন না বলে সাফ জানিয়ে দেন পুলিশ সদস্য।
জানা গেছে পরে ৫ হাজার টাকা নগদ সোহেলের হাতে তুলে দিলে ১ জুলাই অনলাইনে আবেদন করে ১৫ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি দেন থানার এই কম্পিউটার অপারেটর। গত ২০ জুলাই জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করেন এই ভুক্তভোগী।