গেন্ডারিয়ায় অটোরিকশার মালিককে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
২৭ জুলাই ২০২৫, ১২:১১
শেয়ার :
গেন্ডারিয়ায় অটোরিকশার মালিককে কুপিয়ে হত্যা

রাজধানীর গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে সিএনজি অটোরিকশার মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

আজ রবিবার ভোর সাড়ে ৫টার সময়ে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ রেললাইনের পাশে কলসওয়ালা বাড়ির নিচে পূর্ব শত্রুতা জের ধরে স্থানীয় রবিন শাহীন, মাসুদ ও কাদেরসহ ৫/৬ জন মিলে আরিফুল ইসলাম বাবুকে (৩৫) ধারাল অস্ত্র দিয়ে মাথায় ও দুই হাতে পায়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। যাওয়ার সময়ে তার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে যান তারা। নিহতের স্ত্রী আয়েশা এসব তথ্য জানিয়েছেন।

পরে গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী আয়শা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যান। পরর্বতীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা করে সকাল ৭টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, ‘মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

জানা গেছে, নিহত বাবু শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। বর্তমানে মীরহাজীরবাগ মোল্লাপাড়ায় ভাড়া বাসা পরিবার নিয়ে থাকতেন তিনি।