‘৫ হাজার টাকার জন্য দর-কষাকষি করতে হয়’
আড়াই মাস ধরে কাজবিহীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা। সেই হতাশা থেকেই ক’দিন আগে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। লিখেছেন, তিনি মরে গেলে কেউ যেন আফসোস না করে। শিল্পী জীবনের দীর্ঘ পথচলায় কাজের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আজকের অবস্থানে এসে নিজেকে ‘অভিনেত্রী’ ভাবতেও কষ্ট হচ্ছে মৌ শিখার।
প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই মাস ধরে মাত্র চার থেকে পাঁচ দিন কাজ করছেন, তাহলে কীভাবে নিজেকে অভিনয়শিল্পী ভাববেন?
এবার এই অভিনেত্রী তুলে ধরলেন তার জীবনের কঠিন অধ্যায়ের কথাগুলো। মৌ শিখার জানান, মাত্র অষ্টম শ্রেণিতে থাকতেই বিয়ে হয়েছিল তার। স্বামীকে হারিয়েছেন বহু আগে, প্রায় ২৬ বছর হয়ে গেল। তখন অনার্সে পড়তেন। তিন সন্তানের মা; দুই ছেলে, এক মেয়ে। ছেলেরা বিয়ে করে আলাদা হয়েছে। এখন মেয়েকে নিয়েই দিন কাটে তার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শুধু সংসার নয়, নিজের স্বপ্নকেও আগলে রেখেছেন মৌ শিখা। অভিনয়কে ভালোবেসে নাগরিক নাট্যাঙ্গনে থিয়েটার দিয়ে শুরু করেছিলেন যাত্রা। টেলিভিশন নাটক থেকে সিনেমা- সবখানেই কাজ করেছেন নিষ্ঠা আর শ্রম দিয়ে। তবুও আজো তাকে ৩ হাজার, ৫ হাজার টাকার জন্য দর-কষাকষি করতে হয়!
অভিনেত্রীর কথায়, ‘৫ হাজার টাকা চাইলে অনেকে ভাবেন অনেক চেয়ে ফেলেছি। অথচ নতুনরাও কত টাকা নিচ্ছে! আমি তো চাইলেই চাইতে পারি, ২৫ বছর তো হয়ে গেল। কিন্তু ভাবি, সবাই যাতে আমার সঙ্গে কাজ করতে পারে-এজন্য রেমুনারেশন বাড়াই না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘কেউ অসুবিধার কথা বললে বলি- ঠিক আছে বাবা, যা পারো দিও। আমি তো এখন একা। আমার ইনকাম বলতে অভিনয়টাই।’
তবে হাল সময়ে কাজ একেবারে কমে গেছে। গত আড়াই মাসে মাত্র তিন-চারটি কল পেয়েছেন। তার ওপর আবার পারিশ্রমিক নিয়ে সমস্যা লেগেই আছে। তবু থেমে থাকেননি তিনি। বেঁচে থাকার জন্য শিখা লড়াইটা চালিয়ে যাচ্ছেন নীরবে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
সবশেষ মৌ শিখা বলেন, ‘আমি সিঙ্গেল মাদার; ডিভোর্সি না, বিধবা। কেউ কি ভাবেন, একজন সিঙ্গেল মা কত টাকা ইনকাম করতে পারে?’