রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ১০:৫২
শেয়ার :
রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী শাহজাহান রিপনকে (৪৫) সিআর সাজা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ফেনিরকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজী শাহজাহান রিপন ফেনিরকুল ৮ নম্বর ওয়ার্ডের মৃত কাজী রুহুল আমিনের ছেলে। তিনি রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, সিআর সাজাসহ ৩টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।