দুইটি চাপাতিসহ ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ০৯:৫৪
শেয়ার :
দুইটি চাপাতিসহ ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু উদ্ধার

বগুড়া শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ধারাল অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে। 

গতকাল শনিবার বিকেল ৪টায় শহরের বিভিন্ন মার্কেটে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিপুল পরিমাণ ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানকালে বিভিন্ন দোকান থেকে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু এবং ২টি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে দোকান মালিকদের এসব বিপজ্জনক অস্ত্র বিক্রি, মজুদ ও ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়। এছাড়া সাধারণ জনগণকে চায়নিজ ফোল্ডিং চাকু ও এ জাতীয় অস্ত্রের অপব্যবহার সম্পর্কে সতর্ক করে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

এদিকে স্থানীয়রা বলছেন, ‘আমাদের বগুড়াকে এখন চাকুর শহর নামে অভিহিত করা হয়। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এসব চাকুর অপব্যবহার করা হচ্ছে।’ তাই পুলিশি এই অভিযানকে স্থানীয়রা বেশ সমর্থন করছেন। 

পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাল অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে। কারো দোকানে এ ধরনের জিনিস পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’