গ্রিসে ভয়াবহ দাবানল /

সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ০৯:১৩
শেয়ার :
সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের

গ্রিস দেশজুড়ে পাঁচটি বড় দাবানলের সঙ্গে লড়াই করছে। কর্মকর্তারা এথেন্সের মাত্র ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) উত্তরে অবস্থিত একটি ভয়াবহ দাবানলের শিকার এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।

তীব্র তাপপ্রবাহের মধ্যে চলমান জরুরি অবস্থা জারি করা হয়েছে। রবিবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, সপ্তাহান্তের বেশিরভাগ সময় ধরে তীব্র তাপদাহ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী জিয়ানিস কেফালোগিয়ানিস বলেন, ‘আমরা অগ্নিনির্বাপক কর্মীদের আহত করেছি, মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, সম্পত্তি পুড়ে গেছে এবং বনাঞ্চল ধ্বংস হয়েছে।’

দেশটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে। তবে দাবানলের উত্তাপ ও পোড়া কাঠের গন্ধ মধ্য এথেন্স পর্যন্ত পৌঁছে গেছে।

প্রচুর বাতাস এবং অত্যাধিক তাপমাত্রা আগুনের তীব্রতা বৃদ্ধি করেছে। গ্রিস আনুষ্ঠানিকভাবে ছয়টি অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমানের জন্য ইইউ নাগরিক সুরক্ষা ব্যবস্থার সহায়তা চেয়েছে।

অ্যাথেন্সের আটিকা অঞ্চলে শনিবার আফিডনেসে শুরু হওয়া আগুন দ্রুত ড্রোসোপিগি, ক্রিয়োনেরি এবং আগিওস স্টেফানোসে ছড়িয়ে পড়ে, যার ফলে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হন।

দমকল বিভাগ জানিয়েছে, মূল সম্মুখভাগ নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা হটস্পটগুলি এখনো জ্বলছে। হেলিকপ্টার এবং জল বিমানের সহায়তায় ২০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী এখনো এলাকায় কাজ করছেন।

গত মাসে, উত্তর এজিয়ানে অবস্থিত গ্রিসের পঞ্চম বৃহত্তম দ্বীপ চিওসে আগুনে ৪ হাজার ৭০০ হেক্টর (১১,৬০০ একর) জমি ধ্বংস হয়ে যায়।

এছাড়া জুলাইয়ের প্রথম দিকে, ক্রিট দ্বীপে দাবানলের কারণে ৫ হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।