মিরসরাইয়ে সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ০৮:৩০
শেয়ার :
মিরসরাইয়ে সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

মীরসরাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ১০টায় হাজীশ্বরাই গ্রামের বাড়ির পাশে মস্তান নগর মহাসড়কে সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে গুলি ছুঁড়েন। এ সময় অমল বাবুর পিছনে মোটরসাইকেলে বসা ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। অমলের পায়ে একটি গুলি লাগে এবং রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে । তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস জানতে চাইলে বলেন, ‘রাত সাড়ে ১০টায় রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে দুটি গুলি লেগেছে। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

অনির্বাণ চৌধুরী রাজিবের মোবাইল নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ করেন রাজিবের প্রতিবেশি উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদ। তিনি জানান, অনির্বাণ চৌধুরী রাজিবকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, কী কারনে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারা এখনো কিছু অনুমান করতে পারছেন না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর অনির্বাণ চৌধুরীর কাছে থেকেই সবকিছু জানা যাবে। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম বলেন, ‘আমি ঘটনাস্থল হাজীশ্বরাই গিয়েছি। এখনো অনির্বাণ চৌধুরীর এলাকায় আছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানাব।’