নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি শব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা সীমান্ত সংলগ্ন মিয়ানমারের পুরান মাইজ্জারটেক অংশে দুই দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকালে ও দুপুরে পৃথক গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আর এই ঘটনায় এপারে সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শামীম আরা রিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের ওপার থেকে গুলির খোসা বাংলাদেশ অংশে এসে পড়েছে। তবে মিয়ানমারে কি কারণে গুলিবিনিময়ের ঘটনা তা নিশ্চিত জানিনা।
গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকা চাকঢালা, জামছড়ি, সাপমারা ঝিরিসহ আশপাশের কয়েকটি পাড়া। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামগুলোতে।
জামছড়ি এলাকার বাসিন্দা আবদুস সালাম, ছৈয়দ নূর ও গুরা মিয়া জানান, সকালে ও দুপুরে দুই দফায় তারা ভারী অস্ত্রের গুলির শব্দ শুনেছেন। তাদের ধারণা রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরএসও ও আরসা দুই বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আরাকান আর্মি। তবে এ ঘটনায় হতাহতের নিশ্চিত কোন খবর পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্বে থাকা ১১ বিজিবি ও ৩৪ বিজিবি তাদের টহল জোরদার করেছে। বিজিবির জওয়ানদের কঠোর অবস্থানে দেখেছেন স্থানীয়রা।
এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কপিল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।