আলোচনায় সমাধান: শুটিং ফিরছে উত্তরা সেক্টর–৪-এ
উত্তরার সেক্টর–৪ এলাকায় শুটিং কার্যক্রম নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হতে যাচ্ছে। শুটিং ঘিরে জনদুর্ভোগের অভিযোগ তুলে সম্প্রতি শুটিং হাউস মালিকদের উদ্দেশে ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি, সেক্টর–৪। তবে নির্মাতা, শিল্পী এবং ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ ও আনুষ্ঠানিক আপত্তির মুখে সমিতি সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বাধ্য হয়েছে।
আজ শনিবার বিকেলে এক যৌথ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চূড়ান্ত হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই পক্ষের নেতারা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি কিছু নতুন শর্তও আরোপ করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘রাতে আমাদের মিটিং। আশা করি সেখানেই সমাধান হবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর–৪–এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘আমরা এই এলাকার সবার মঙ্গল চাই। আবাসিক এলাকাকে সুরক্ষিত রাখতেই কিছু নিয়মকানুন প্রযোজ্য করা হয়। তবে কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য নয়। আজ বসে আমরা আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চাই।’
এদিকে শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা ও ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন,
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
‘আমরা ৩০ বছর ধরে বৈধভাবে এই ব্যবসা করে আসছি। হঠাৎ করেই নিষেধাজ্ঞা দিলে তা মেনে নেওয়া যায় না। আলোচনা করে সুন্দর সমাধানই হবে—এই বিশ্বাস আমাদের আছে। আবাসিক এলাকার পরিবেশ রক্ষা করে কীভাবে শুটিং চালানো যায়, সে ব্যাপারেও আমরা সতর্ক।’
উল্লেখ্য, উত্তরা সেক্টর–৪ এলাকায় বর্তমানে তিনটি নিয়মিত শুটিং হাউস রয়েছে- লাবণী–৪, লাবণী–৫ ও আপন ঘর–২। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম অনিয়মিত।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
শুটিং ঘিরে বাসিন্দাদের অভিযোগ ছিল- জনসমাগম, শব্দদূষণ ও নিরাপত্তা বিঘ্ন। সেই প্রেক্ষিতে ২০ জুলাই কল্যাণ সমিতি ভাড়া না দেওয়ার ঘোষণা দেয়। তবে বিষয়টি বৃহত্তর শিল্পমাধ্যমে প্রভাব ফেলায় শেষ পর্যন্ত দুই পক্ষ আলোচনায় বসছে।