জুলাই আন্দোলনের শিক্ষা ধারণে যা করতে বললেন বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৮:১৯
শেয়ার :
জুলাই আন্দোলনের শিক্ষা ধারণে যা করতে বললেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তবে বুঝব জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা। 

শেখ বশিরউদ্দীন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার অদম্য পথযাত্রার সূচনা করেছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘এই আন্দোলন কেবল প্রতিবাদ নয়, এটি আশাবাদ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী আহ্বান। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়েছি, কার্যকরী পরিবর্তনের চেষ্টা করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনগণের ওপর আস্থা রাখতে শিখেছি। রাষ্ট্র ও প্রশাসনকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে নাগরিকের কণ্ঠস্বর উপেক্ষিত হবে না।’