‘চাঁদ মামা’খ্যাত দোলাকে নিয়ে আরফিন রুমি

বিনোদন প্রতিবেদক
২৬ জুলাই ২০২৫, ১৭:৫৩
শেয়ার :
‘চাঁদ মামা’খ্যাত দোলাকে নিয়ে আরফিন রুমি

বেশিরভাগ সময় নিজেই গানের সুর করেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। এর ব্যতিক্রম ঘটেছে হাতেগোনা কয়েকবার। এবার এই তালিকায় যুক্ত হলো আরেকটি নতুন গান। মার্সেলের সুর-সংগীতে আরফিন রুমির গাওয়া গানটির শিরোনাম ‘আঘাত’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চাঁদ মামা’খ্যাত গায়িকা দোলা। আর গানের কথা লিখেছেন লুৎফর হাসান।

গানটি তৈরি হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সহযাত্রী’ নামের একটি ইউটিউব ফিল্মের জন্য।

অন্যের সুরে আবারও নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। “আঘাত” দারুণ একটি গান। লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি।’

গানটি নিয়ে আশাবাদী নির্মাতা রাজ। তার কথায়, ‘গানটির কথা অনেকদিন শ্রোতাদের মনে গেঁথে রবে। এটি প্রকাশিত হবে ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে।’

জানা যায়, ইউটিউব ফিল্মটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।