মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক যেন কাটছেই না। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো থামছে না মৃত্যুর মিছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে।
মর্মান্তিক এই ঘটনায় দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে শোকবার্তা। ফুটবল অঙ্গন থেকেও জানানো হয়েছে, এই ঘটনায় শোকাহত তারা। গত ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা। এবার শোক জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে শোক জানিয়েছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন দলটি লিখেছে, ‘ ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে, বাংলাদেশে বার্সার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে শোক প্রকাশ করে লিখেছিল, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এছাড়া ওই যুদ্ধবিমানের পাইলট, দুই শিক্ষক, অফিস সহায়ক ও দুই অভিভাবকও রয়েছেন।