সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১২:০৩
শেয়ার :
সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন। তার কান্নায় কেঁদেছিল পুরো দেশ। এবার সেই রইস উদ্দিন সৌদি আরব গেলেন পবিত্র ওমরাহ পালনে। গতকাল শুক্রবার মক্কার উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করেন। আর তাকে এই সুযোগ করে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রইস উদ্দিনের পাশে প্রথম দাঁড়িয়েছিল অলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন। তারা অপুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রতারিত হওয়ার পরপরই রইস উদ্দিনকে প্রথম ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। এরপর আরও বিভিন্ন মাধ্যমে বেশ কিছু সহায়তা পান রইস উদ্দিন।

এই মানবিক উদ্যোগে সাড়া দিয়ে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন অপু বিশ্বাস। ফাউন্ডেশনের উদ্যোগে এবং অভিনেত্রী অপুর আর্থিক সহযোগিতায় শুক্রবার ২৫ জুলাই ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন রইস উদ্দিন।

বলা দরকার, নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের এই বৃদ্ধ উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে নিজের পোষা গরু বিক্রি করতে এসেছিলেন। কিন্তু এক প্রতারক ক্রেতার কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকা পেলেও, এর মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার এই মর্মন্তুদ ঘটনার পর হতাশায় কেঁদেছিলেন তিনি। যা ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

মানবিক সহানুভূতির জায়গা থেকে অনেকেই এগিয়ে আসেন। সেই সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসও যোগাযোগ করেন রইস উদ্দিনের সঙ্গে এবং তাকে ওমরাহ পালনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেছিলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন।’