যুদ্ধবিরতির প্রস্তাব দিল কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১১:৫৭
শেয়ার :
যুদ্ধবিরতির প্রস্তাব দিল কম্বোডিয়া

থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কম্বোডিয়া। তবে থাইল্যান্ডের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এই সংঘাতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিয়েছে কম্বোডিয়া।

দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরোনো। গত বৃহস্পতিবার এ বিরোধ সংঘাতে রূপ নেয়। কামান ও গোলা নিক্ষেপ করে কম্বোডিয়া। জবাবে জেট ফাইটার দিয়ে হামলা চালায় থাইল্যান্ড।  

সংঘাতময় পরিস্থিতি নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বৈঠকে জাতিসংঘে কম্বোডিয়ার দূত চেয়া কেও বলেন, ‘কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে—নিঃশর্ত। আর আমাদের পক্ষ থেকে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হচ্ছে।’

থাই-কম্বোডিয়া সীমান্তের একটি বিতর্কিত অংশকে কেন্দ্র করে কয়েক দশক ধরেই এই সংঘাত চলে আসছে। তবে বৃহস্পতিবার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন থাই সৈন্য আহত হওয়ার পর পুনরায় তা চরম পর্যায়ে চলে যায়। থাই কর্মকর্তাদের মতে, থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চল থেকে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, প্রায় ৩০০টি উচ্ছেদ কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তবর্তী আটটি জেলায় সামরিক আইন ঘোষণা করেছে।