টঙ্গীতে জুটের গোডাউনে অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের সামনে একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাত আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আনুমানিক ২ টা ১৫ মিনিটের দিকে টঙ্গীর বেক্সিমকো রোডের বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কারখানার উত্তর পাশে পোশাক কারখানার বর্জিত মালামালের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, গতকাল শুক্রবার রাত ২ টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট রাত ২ টা ৩০ মিনিটে গঠনাস্থলে পৌঁছে ২০ মিনিটের অক্লান্ত পরিশ্রমে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকাল ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
তিনি জানান, জুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় দমকল বাহিনীর সদস্যরা পাশে থাকা বেক্সিমকো ফার্মাসিটিক্যালস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।