সিরিয়ায় দুই ছেলেসহ আইএস নেতাকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১০:৫৪
শেয়ার :
সিরিয়ায় দুই ছেলেসহ আইএস নেতাকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী

সিরিয়ায় এক অভিযানে মার্কিন সেনাবাহিনী একজন জ্যেষ্ঠ আইএসআইএস নেতা এবং তার দুই ছেলেকে হত্যা করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, সিনিয়র নেতা, ধিয়া জাওবা মুসলিহ আল-হারদানি, তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে, আবদুল্লাহ ধিয়া আল-হারদানি এবং আবদ আল-রহমান ধিয়া জাওবা আল-হারদানি, মার্কিন ও জোট বাহিনীর পাশাপাশি নতুন সিরিয়ার সরকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা তিন শিশু এবং তিনজন মহিলা অক্ষত রয়েছেন। তবে এ অভিযান সম্পর্কে এর বেশি তথ্য সরবরাহ করা হয়নি।

যদিও সাম্প্রতিক মাস এবং বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে অংশীদার বাহিনীর সঙ্গে আইএসআইএস-বিরোধী অভিযান পরিচালনা করেছে, তবুও মার্কিন বাহিনীর বিমান হামলার পরিবর্তে স্থল অভিযান পরিচালনা করা খুব কম দেখা যায়।