সিদ্ধিরগঞ্জে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর নির্মম নির্যাতনে প্রাণ হারালেন ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধূ। এ ঘটনায় ঘাতক স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকার ইব্রাহিম মিয়ার বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর ওই রাতেই মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন বিল্লাল। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশি জানান, রাতে হঠাৎ চিৎকার শুনে তারা উপরের তলায় গিয়ে দেখেন ফ্ল্যাটের কক্ষে ইতির নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশেই ছিলেন তার স্বামী বিল্লাল। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।