ইন্দিরাকে ছাড়িয়ে গেলেন মোদি
ভারতে একটানা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙেছেন নরেন্দ্র মোদি। ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত একটানা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। স্বাধীন ভারতে জন্ম নেওয়া কোনো প্রধানন্ত্রীর হ্যাটট্রিকের রেকর্ডও মোদির ঝুলিতে আছে। গত বছর জুনে টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবারের মতো শীর্ষ পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই নেতা অ-কংগ্রেসি দলগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় জন্য প্রধানমন্ত্রী থাকার ইতিহাস গড়ে ফেলেছেন ইতোমধ্যেই। এই মাইলফলকের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম টানা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে।
টানা তিন মেয়াদে মোদির কার্যকালের ৪০৭৮তম দিন আজ (২৫ জুলাই)। ১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত টানা ৪০৭৭ দিন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন। গতকাল ইন্দিরাকে পেছনে ফেললেন মোদি। এদিকে ১৯৭৭ সালের পরে ১৯৮০ সালের ১৪ জানুয়ারি থেকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর হত্যার আগ পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
মোদির বিদেশ সফরে খরচ কত : ২০২৫ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ পাঁচটি দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর বাবদ মোট ব্যয় হয়েছে ৬৭ কোটি রুপির বেশি। তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও’ব্রায়ানের লিখিত প্রশ্নের জবাবে গত বৃহস্পতিবার এ তথ্য উপস্থাপন করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ। সরকারি তথ্যে জানানো হয়, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯৫ কোটি রুপিতে। তবে এই হিসাবে নেই মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল ও নামিবিয়া। কারণ, এসব দেশে সফরের ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। ২০২৫ সালে মোদির সবচেয়ে ব্যয়বহুল সফর ছিল ফ্রান্সে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ওই সফরে খরচ হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয় যুক্তরাষ্ট্র সফরে- ১৬ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩০২ টাকা। থাইল্যান্ড সফরে ব্যয় হয় ৪ কোটি ৯২ লাখ ৮১ হাজার ২০৮ টাকা, শ্রীলংকায় ৪ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৬৯০ টাকা এবং সৌদি আরব সফরে খরচ হয় ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ টাকা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস