আমরা দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই: তাসনিয়া ফারিণ

বিনোদন সময় প্রতিবেদক
২৬ জুলাই ২০২৫, ০০:০০
শেয়ার :
আমরা দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই: তাসনিয়া ফারিণ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা নিয়ে এক হৃদয়বিদারক শোক প্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। গতকাল ছিল শুক্রবার জুমার দিন। এই দিনে তিনি জানালেন, ‘আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সবাই এক হয়ে হাত তুলে প্রার্থনা করি মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো নিষ্পাপ শিশুদের জন্য, যারা সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে।’

প্রার্থনা করি সেই শিক্ষিকাদের জন্য, যারা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন অন্ধকারে এবং সেই অভিভাবকদের জন্য, যারা সন্তানকে নিরাপদ হাতে তুলে দিয়ে নিজেরাই ফিরে এলেন না।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারিণ বলেন, ‘প্রার্থনা করি তাদের শোকাহত বাবা-মা ও পরিবারের জন্য, যারা বুকভরা স্বপ্ন আর ভালোবাসা নিয়ে আজ শূন্যতায় ভুগছেন। সেই ছোট্ট প্রাণগুলো, যারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ফারিণ দোয়া চেয়েছেন, ‘দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, ফিরে পায় স্বাভাবিক জীবন।’

এই হৃদয়বিদারক ঘটনা যেন আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, যেন আমরা দায় নিতে শিখি, দায়িত্ববোধে জাগ্রত হই।’

এ বিমান দুর্ঘটনায় গতকাল পর্যন্ত মারা গেছে ৩২ জন। যার বেশির ভাগই শিশু। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন।