নিলামে বিক্রি হচ্ছে না সাবেক এমপিদের আনা গাড়ি, বিকল্প ভাবনায় এনবিআর
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল গাড়িগুলো নিলামেও বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ শুক্রবার চট্টগ্রাম কাস্টম হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘গাড়িগুলো আমরা নিলামে দিয়েছিলাম। তবে, আশানুরূপ ফল পাইনি। এখন আমরা বিকল্প চিন্তা করছি। কিছু সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা ৬০ শতাংশ দামে গাড়িগুলো নিতে চায়। কিন্তু, আমরা পানির দামে গাড়িগুলো বিক্রি করতে চাই না।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘একেকটি গাড়ির দাম ৮ থেকে ৯ কোটি টাকা। যদি উপযুক্ত দাম না পাই, তাহলে আরো ভালো ব্যবহার কীভাবে করা যায়; তা সরকারের উচ্চপর্যায়ে আলাপ করে সিদ্ধান্ত নেব। এসব গাড়ি বছরের পর বছর ফেলে স্ক্র্যাপ করার পক্ষে নই। অচিরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।’
আবদুর রহমান খান বলেন, ‘আমি জয়েন করার পর দেখেছি, ১৪ বছর ধরে বিপজ্জনক কিছু কার্গো বন্দরে পড়ে আছে, যা আমরা ইতোমধ্যে সরিয়ে ফেলেছি। এগুলো দেশের ডলার খরচ করে আমদানি হয়েছিল, কিন্তু ব্যবহার না হওয়ায় এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক গাড়ি বন্দরে পড়ে থেকে নষ্ট হয়েছে, যা রাইট টাইমে অকশন করলে নতুন করে গাড়ি আমদানি করতে হতো না।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে বন্দরে প্রায় ৬ হাজার কনটেইনার পড়ে রয়েছে। দ্রুত নিলামের মাধ্যমে খালি করতে ১০০ কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ৯০ শতাংশ ইনভেন্টরি শেষ হয়েছে এবং বাকি অংশ আগামী চার মাসের মধ্যে শেষ হবে।’
সভায় এনবিআরের সদস্য মোয়াজ্জম হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মুবিনুল কবির, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার শফি উদ্দিনসহ বিভিন্ন কাস্টম কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা উপস্থিত ছিলেন।