মাইলস্টোন ট্র্যাজেডি /

এখনো ৫ জনের অবস্থা সংকটাপন্ন

অনলাইন ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ২০:৪৮
শেয়ার :
এখনো ৫ জনের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পাঁচজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। 

তিনি বলেন, এই ঘটনায় শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনো ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা পাঁচজনের। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন। কেবিনে রয়েছে ১৫ জন। 

ডা. নাসির উদ্দিন বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের ভেতর থেকে দুজনের কিছুটা উন্নতি হয়েছে। তারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামী শনিবার ৪ থেকে ৫ জনকে আমরা ছুটি দিতে পারব। 

তিনি বলেন, ‘আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসকদল আমাদের সঙ্গে এসব রোগীদের বিষয়ে মিটিং বসেছিলেন। তারা রোগীদের দেখেছেনও।’

প্রসঙ্গত, গত সোমবার দুপুর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।