প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
২৫ জুলাই ২০২৫, ২০:২৯
শেয়ার :
প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে সাব্বির আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তিভোগী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত সাব্বির আহমেদ উপজেলা নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ বছর আগে এক বিয়ের অনুষ্ঠানে ভুক্তভোগী তরুণীর সঙ্গে সাব্বির আহমেদের পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই সাব্বির প্রেমের প্রস্তাব দিয়ে ওই তরুণীকে বিরক্ত করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগে সাব্বির তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোরপূর্বক একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়।

পরে সাব্বির তাকে রাজধানীর খিলক্ষেতের একটি বাসায় নিয়ে যান এবং গত ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত একসঙ্গে অবস্থান করেন। সেই সময়েও যুবক তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যান এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার কথা বলে যোগাযোগ বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গতকাল সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।