বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল নির্বাচন কমিশন
ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন আইন অনুযায়ী, এখন থেকে নির্বাচন কমিশন চাইলে বছরে যেকোনো সময় ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধন করতে পারবে। তফসিল ঘোষণার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। গতকাল বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে এবং রাষ্ট্রপতির কাছে প্রয়োজনীয়তা প্রতীয়মান হওয়ায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।
এই অধ্যাদেশের মাধ্যমে ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩-এর দফা (জ)-এ ‘জানুয়ারী মাসের পহেলা তারিখ’ শব্দগুলোর পর ‘কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখ’ যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এছাড়া ধারা ১১-এ নতুন একটি উপধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে,‘প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বা তফসিল ঘোষণার আগ পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। এ সময় নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম কর্তন এবং স্থানান্তরিত ভোটারদের ঠিকানা সংশোধনের সুযোগ থাকবে।’
গুরুত্বপূর্ণভাবে, পূর্বে ১ জানুয়ারি নির্ধারিত ‘যোগ্যতা অর্জনের তারিখ’ হিসেবে বিবেচিত হওয়ায় যারা বছরের বাকি সময় ১৮ বছরে পা দিতেন, তারা ওই বছরের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারতেন না। সংশোধিত বিধানে এই সীমাবদ্ধতা দূর হলো।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সরকারের এ সিদ্ধান্তে নির্বাচনী অন্তর্ভুক্তির সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন চাইলে এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নয়, বরং প্রয়োজন অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের কার্যক্রম চালাতে পারবে।