অশ্লীলতা ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ হলো ২৫টি অ্যাপ

অনলাইন ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৬:৪২
শেয়ার :
অশ্লীলতা ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ হলো ২৫টি অ্যাপ

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লু, এএলটিটি ও দেশিফ্লিক্সসহ ২৫টি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ ও ওয়েবসাইট। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অ্যাপে দীর্ঘদিন ধরেই অশ্লীল ভিডিও, আপত্তিকর বিজ্ঞাপন ও পর্নোগ্রাফিক কনটেন্ট প্রচার করা হচ্ছিল, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছিল।

ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ওই অ্যাপ ও ওয়েবসাইট যারা ব্যবহার করেন বা যারা করেন না তাদের কারোর কাছেই যাতে সেগুলি ব্যবহারের অ্যাকসেস না থাকে।

নিষিদ্ধ হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে, অলট, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্স, নভরসা লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলওয়া অ্যাপ, ওয়াও এন্টারটেনমেন্ট, লুক এন্টারটেনমেন্ট, হিটপ্রাইম, ফেনেয়ো, শো-এক্স, সোল টকিজ, আড্ডা টিভি, হটএক্স ভিআইপি, হলচল অ্যাপ, মুডেক্স, নিওনেক্স ভিআইপি, ফুজি, মোজিফ্লিক্স, ও ট্রিফ্লিকসের মতো অ্যাপগুলি।

উল্লেখ্য, সরকারের তরফ থেকে ২০০০ সালের ভারতীয় ন্যায়সংহিতায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারা ও ২০২৩ সালের ভারতীয় ন্যায়সংহিতার ২৯৪ ধারা ও ১৯৮৬ সালের ৪ নম্বর ধারা অনুসারে এই অ্যাপগুলি আইন লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে। এই কারণেই এদেশে উল্লিখিত বিনোদন ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।