বেনাপোলে ৩০ লাখ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে নয় হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোরে সীমান্তের বড় আঁচড়া বটতলা এলাকার রাস্তার ওপর থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদে ভিত্তিতে তারা জানতে পারেন যে, চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বড় আঁচড়া বটতলা মোড় এলাকায় মজুদ করে রেখেছে। এমন সংবাদে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে ৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা এসব যৌন উত্তেজক ট্যাবলেট ভারত থেকে পাচার করে বাংলাদেশে এনেছে। সীমান্তে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।