হোসেনপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আনুহা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা আক্তার একই গ্রামের কামাল উদ্দিনের মেয়ে এবং লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় সুবর্ণাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার বড় বোন পাশের ঘরের দরজা-জানালা বন্ধ দেখে সন্দেহ হলে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা ভেঙে তাকিয়ে দেখেন সুবর্ণা বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করেছেন।