নিউ ইয়র্কে ট্রাম্পের অভিবাসন নীতি না মানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৩:০৬
শেয়ার :
নিউ ইয়র্কে ট্রাম্পের অভিবাসন নীতি না মানায় মামলা

অভিবাসন নীতি প্রয়োগ করতে বাধা সৃষ্টি করছে অভিযোগ এনে নিউ ইয়র্কের 'স্যাংচুয়ারি সিটি' নীতির বিরুদ্ধে মামলা করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল বৃহস্পতিবার এই মামলা করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

সংবাদমাধ্যমটি জানায়, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের অন্যতম শহর যেখানে এই নীতি আছে। এর ফলে শহরের কোনো ব্যক্তির অভিবাসন অবস্থার কারণে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। এই শহরগুলি ফেডারাল কর্তৃপক্ষের সঙ্গে তথ্য ভাগ করার বিষয়েও রক্ষণশীল অবস্থান নেয়। ট্রাম্প দীর্ঘ দিন ধরেই এই নীতির সমালোচনা করে আসছেন। 

একটি বিবৃতিতে অ্যাটর্নি জেনেরাল প্যাম বন্ডি বলেছেন, ‘স্যাংচুয়ারি সিটি নীতির কারণে নিউ ইয়র্কে বহু অপরাধীকে নিরপরাধ দেশবাসীর সঙ্গে রাস্তায় ছেড়ে রাখা হয়েছে। নিউ ইয়র্ক যদি নিজেদের শহরবাসীকে সুরক্ষা দিতে না পারে, আমরা দেব।’

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, পুলিশ কমিশনর জেসিকা টিশসহ একাধিক ব্যক্তিকে এই মামলায় যুক্ত করা হয়েছে।