আবারও সংঘাত থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১২:০৫
শেয়ার :
আবারও সংঘাত থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত থামছে না। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

থাই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কম্বোডীয় বাহিনী ভারী অস্ত্র, ফিল্ড আর্টিলারি ও বিএম-২১ রকেট সিস্টেম ব্যবহার করে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালিয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে থাই সেনারা পাল্টা হামলা চালিয়েছেন।’

আগের দিন গতকাল বৃহস্পতিবার সীমান্তে উভয় পক্ষের গোলাবর্ষণে কমপক্ষে ১১ বেসামরিক লোক নিহত হওয়ার পর থাইল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়। দুই দেশের মধ্যে গত ১৩ বছরে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা।